ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়ে সুষ্ঠু বিচার করা হয়নি : পাকিস্তান সুপ্রিম কোর্ট

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাকিস্তানের সুপ্রিম কোর্ট বুধবার (৬ মার্চ) রায় দিয়েছে যে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়ে সুষ্ঠু বিচার করা হয়নি।

এনডিটিভি জানিয়েছে, একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে ৪৪ বছর আগে ফাঁসিতে ঝুলানো হয়েছিল জুলফিকার আলী ভুট্টোকে।

বিজ্ঞাপন

ভুট্টো কর্তৃক প্রতিষ্ঠিত পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এখন পরিচালনা করছেন তার নাতি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

পাকিস্তানের প্রয়াত জেনারেল জিয়া-উল-হকের সামরিক শাসনের সময় একটি হত্যা মামলায় বিচারের পর ১৯৭৯ সালে ভুট্টোকে ফাঁসিতে ঝুলানো হয়।

বিজ্ঞাপন

দেশটির প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা ওই রায়ের মন্তব্যে বলেন, তিনি এবং তার নেতৃত্বাধীন নয় সদস্যের বেঞ্চের সর্বসম্মত সিদ্ধান্ত এই যে, আমরা খুঁজে দেখেছি যে, ওই হত্যা মামলায় সুষ্ঠু বিচার এবং যথাযথ প্রক্রিয়া পূরণ করা হয়নি।’

২০১১ সালে প্রেসিডেন্ট থাকাকালীন পিপিপি প্রতিষ্ঠাতাকে দেওয়া মৃত্যুদণ্ডের পুনর্বিবেচনার বিষয়ে শীর্ষ আদালতের মতামত চেয়েছিলেন আসিফ আলি জারদারি। ওই আবেদনের প্রতিক্রিয়ায় এই রায় আসলো।

ওই রায়ের পরে ভুট্টো জারদারি এক্স-এ একটি পোস্টে বলেন, ‘আমাদের পরিবার এই শব্দগুলো শোনার জন্য ৩ প্রজন্ম অপেক্ষা করেছিল।’

লন্ডনভিত্তিক রাজনৈতিক ভাষ্যকার এবং প্রয়াত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী ইউসুফ নাজার বলেছেন, ‘এটি জিয়ার সামরিক আইন শাসনের অধীনে ন্যায়বিচারের একটি বিশাল গর্ভপাতের স্বীকারোক্তি।’

এদিকে অধিকার গোষ্ঠীগুলো বলছে, ‘জিয়ার ১১ বছরের একনায়কত্ব গণতন্ত্রের উপর আক্রমণ। তার শাসনামলে বিরোধী ও সমালোচকদের প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছিল।’

নাজার বলেন, ‘জিয়ার শাসনামলে আফগানিস্তানে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মার্কিন প্রক্সি যুদ্ধে লড়াই করার জন্য জঙ্গি গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে রক্ষণশীল মুসলিম দেশকে চরমপন্থা ও জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়েছে।’