রাশিয়ার সঙ্গে ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট চুক্তির মেয়াদ শেষ হয়েছে। চুক্তিটি নবায়নে কিয়েভের অস্বীকৃতি জানানোয় ইউরোপে নতুন করে রাশিয়ান গ্যাস সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বুধবার (১ জানুয়ারি) মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সিএনএন জানায়, মস্কোর সঙ্গে কিয়েভের গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এই ট্রানজিট ব্যবহার করেই ইউরোপে তেল সরবরাহ করতো রাশিয়া। কিন্তু চুক্তিটি নবায়ন করার ব্যাপারে ইউক্রেন অস্বীকৃতি জানিয়েছে। এতে ইউক্রেনের ভূমি ব্যবহার করে রাশিয়া থেকে ইউরোপে তেল সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
"জাতীয় নিরাপত্তার স্বার্থেই" চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ বলে জানায় দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানায়, 'আমরা রাশিয়ান গ্যাস পরিবহন বন্ধ করে দিয়েছি। এটি একটি ঐতিহাসিক ঘটনা।
এদিকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপকে "মস্কোর অন্যতম বড় পরাজয়" বলে উল্লেখ করেছেন। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের গ্যাস সরবরাহ বাড়াবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
ইউরেশিয়া গ্রুপের এনার্জি ক্লাইমেট অ্যান্ড রিসোর্সেসের প্রধান হেনিং গ্লোইস্টেইন বলেছেন, এটি একটি চুক্তির সমাপ্তি, এ নিয়ে আশ্চর্যের কিছু নেই। তবে বৃহস্পতিবার বাজার পুনরায় খোলার সময় এটি স্পট গ্যাসের দামে প্রভাব পড়বে বলেও জানান তিনি।
গত মাসে জ্বলানি বিশ্লেষকরা জানিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে ট্রানজিট চুক্তির মেয়াদ শেষ হলেও রাশিয়ান গ্যাস ব্যবহারকারী দেশগুলো জ্বালানি ঘাটতির ঝুঁকিতে নেই। কারণ এই শূন্যতা পূরণ করতে তারা এখন অন্যান্য ইউরোপীয় দেশগুলো থেকে পাইপলাইনের মাধ্যমে এলএনজি বা প্রাকৃতিক গ্যাস আমদানির দিকে ঝুঁকবে।