বাইডেন মানসিকভাবে অক্ষম একজন ব্যক্তি : মেদভেদেভ

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের জন্য ‘পাগল’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র দিমিত্রি মেদভেদেভ।

রয়টার্স জানিয়েছে তিনি শুক্রবার (৮ মার্চ) বলেছেন, ‘নিজেকে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের সঙ্গে তুলনা করার অধিকার নেই বাইডেনের।’

বিজ্ঞাপন

কংগ্রেসে রুজভেল্টের ১৯৪১ সালের বক্তৃতার কথা উদ্বৃত করে বাইডেন বৃহস্পতিবার তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ শুরু করেন, যেখানে রুজভেল্ট বলেছিলেন, ‘সোভিয়েত ইউনিয়ন ইতিহাসের একটি অভূতপূর্ব মোড়ের মুখোমুখি হয়েছে।’

বাইডেন ভ্লাদিমির পুতিনকে ‘পাগল এসওবি’ বলার মাত্র দুই সপ্তাহ পরে বৃহস্পতিবারের ভাষণে বলেন, ‘তিনি ইউক্রেনের বিষয়ে পুতিনের জন্য একটি বার্তা দিতে চান। সেটি হলো, আমরা সরে যাবো না।’

বিজ্ঞাপন

বাইডেনের ওই মন্তব্যের জবাবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ এক্স-এ লিখেছেন, ‘যদিও রুজভেল্ট হুইলচেয়ারে বসা একজন দুর্বল মানুষ ছিলেন, কিন্তু তিনি আমেরিকাকে হতাশা থেকে বের করে এনেছিলেন। অন্যদিকে, বাইডেন একজন পাগল ও মানসিকভাবে অক্ষম ব্যক্তি, যিনি মানবতাকে নরকে টেনে নিয়ে যাওয়ার জন্য মনস্থির করেছেন।’

তিনি আরও বলেন, ‘রুজভেল্ট শান্তির জন্য লড়াই করেছেন। পক্ষান্তরে বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আপ্রান চেষ্টা করছেন। রুজভেল্ট ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করছিলেন। আর বাইডেন তাদের হয়ে লড়াই করছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অসম্মান!’

উল্লেখ্য, মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকাকালীন নিজেকে একজন উদার আধুনিকতাবাদী হিসাবে তুলে ধরেছিলেন।