রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাশিয়ার লক্ষ্যবস্তুতে মঙ্গলবার (১২ মার্চ) কয়েক ডজন ড্রোন এবং রকেট হামলা চালিয়েছে ইউক্রেন।

রয়টার্স জানিয়েছে, কিয়েভ দাবি করেছে যে, ওই হামলায় রাশিয়ার একটি বড় তেল শোধনাগারের মারাত্মক ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেন-উভয়ই তাদের দুই বছরেরও বেশি সময়ের যুদ্ধে গুরুত্বপূর্ণ অবকাঠামো, সামরিক স্থাপনা এবং সেনাবাহিনীকে কেন্দ্রীভূত করতে ড্রোন ব্যবহার করছে।

সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভ রাশিয়ার তেল শোধনাগার এবং বিদ্যুৎ অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছে যে, তাদের ড্রোনগুলো সীমান্ত লঙ্ঘন করেছে। কিন্তু ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলেছে, ইউক্রেনের ড্রোনগুলো অন্তত সাত বার রাশিয়ার সীমান্ত অতিক্রম করতে চেষ্টা করেছে, যা প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

রাশিয়ার উপর এখন পর্যন্ত ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলায় ২৫টি ড্রোন ব্যবহার করেছিল ইউক্রেন। মস্কো, লেনিনগ্রাদ, বেলগোরোড, কুরস্ক, ব্রায়ানস্ক, তুলা এবং ওরিওল অঞ্চলে ওই ড্রোন হামলা চালাতে চেয়েছিল কিয়েভ।

লুকোইলে অবস্থিত নরসি তেল শোধনাগার এবং কিরিশি শহরের উপকণ্ঠে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে আক্রমণের কথা জানিয়েছেন রাশিয়ার এক কর্মকর্তারা।

নিজনি নোভগোরোড অঞ্চলের গভর্নর গ্লেব নিকিতিন নরসি শোধনাগারের পাশে একটি ফায়ার ট্রাকের একটি ছবি পোস্ট করে বলেছেন, ‘জরুরি পরিষেবাগুলো সেখানে আগুন নেভানোর জন্য কাজ করছে।’

নিকিতিন টেলিগ্রামে বলেছেন, ‘একটি জ্বালানি ও বিদ্যুৎ কমপ্লেক্স মনুষ্যবিহীন আকাশযান দ্বারা আক্রমণ করা হয়েছে।’