পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিমা বিশ্বের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া পরমাণু যুদ্ধের জন্য একদম প্রস্তুত!

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে যদি তার দেশের সৈন্য পাঠায়, তাহলে রাশিয়া কৌশলগত যুদ্ধ করার জন্য প্রস্তুত। ইউক্রেনে সৈন্য পাঠানোকে রাশিয়া গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করবে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মার্চ) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স পুতিনের বক্তব্যকে উদ্ধৃত করে এ খবর প্রকাশ করে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার পুতিন বলেছেন, দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষায় রাশিয়া পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমি আশা করি, মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের উস্কানিকে এড়িয়ে চলবে। তবে সেটি না হলে রাশিয়াকে পরমাণু যুদ্ধের জন্য বাধ্য করা হবে।

ইউক্রেনকে পরমাণু যুদ্ধের ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে কি না রাশিয়া, সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না, রাশিয়া তা বিবেচনা করছে না। শুধু তাই নয়, ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া।

পুতিন এমন সময়ে এ মন্তব্য করলেন যখন রাশিয়ায় ১৫ ও ১৭ মার্চ দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।