গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা: জাতিসংঘের এক কর্মী নিহত
ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলা ঘটনা ঘটেছে। এতে জাতিসংঘের একজন কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২২ জন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সংবাদ মাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রাফাহ শহরের পূর্বাঞ্চলে ইউএনআরডব্লিউএ-এর ত্রাণ বিতরণ কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইনকে প্রকাশ্যেই উপেক্ষা করে জাতিসংঘের ত্রাণ কেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলা এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৬৫ জন ইউএনআরডব্লিউএ কর্মী নিহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়াও স্কুল এবং আশ্রয়কেন্দ্রসহ এ সংস্থার ১৫০ টিরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকটি স্থাপনা পুরোপুরি ধ্বংসও হয়েছে।
সংস্থাটি বলছে, জাতিসংঘ ভবনে আশ্রয় নেওয়া ৪শ’ জনের বেশি মানুষ ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় ৩১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আরও ৭২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।