শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাপুয়া নিউগিনিতে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) গভীর রাতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির কিম্বে শহরের দক্ষিণ-পূর্বে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

এএফপি'র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে পাপুয়া নিউগিনির কিম্বে শহরের প্রায় ৬৫ ​​কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) এবং কিম্বে শহরের বাইরে ওয়েস্ট নিউ ব্রিটেন অঞ্চলে রাত প্রায় ১টা ১৩ মিনিটে এটি আঘাত হানে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। দেশটি টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য একটি হটস্পট হিসেবে বিবেচিত।

এর আগে ২০২৩ সালের নভেম্বরের শেষের দিকে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পাপুয়া নিউগিনি।