ওলেগ অরলভকে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বলা হয়েছিল
কারাগারে আটক রাশিয়ার মানবাধিকার কর্মী ওলেগ অরলভকে একটি ফর্মে স্বাক্ষর করতে বলা হয়েছে।
রয়টার্স শুক্রবার (১৫ মার্চ) জানিয়েছে, ওই ফর্মে লেখা ছিল ৭০ বছর বয়সি হওয়া সত্ত্বেও ওলেগ অরলভ ইউক্রেনে লড়াই করতে ইচ্ছুক।
অরলভ অধিকার গোষ্ঠী ‘মেমোরিয়াল’-এর একজন নেতা, যিনি ২০২২ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন।
যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার পরে তাকে ‘সশস্ত্র বাহিনীকে অসম্মান করার’ অভিযোগে গত মাসে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়াও তিনি নিবন্ধ প্রকাশ করেছেন, যেখানে তিনি বলেছেন যে, ‘রাশিয়া ফ্যাসিবাদে নেমে এসেছে।’
মেমোরিয়াল জানিয়েছে, অরলভকে আটক কেন্দ্রে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেখানে তাকে একটি ফর্মে স্বাক্ষর করতে বলা হয়, যে কাগজে লেখা রয়েছে তিনি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে ইচ্ছুক।
তবে আটক কেন্দ্রে কে তাকে এটি করতে বলেছে তা নির্দিষ্ট করেনি মেমোরিয়াল।
ইউক্রেনে যুদ্ধে যাওয়ার কথায় অরলভ হেসে উত্তর জানান যে, এই বছর তিনি ৭১ বছর বয়সি হবেন। তারা উত্তরে বলেছিল, ‘আমরা এসব নিয়ে মাথা ঘামায় না।’
মেমোরিয়াল জানিয়েছে অরলভ লিখেছেন, ‘অবশ্যই আমি যুদ্ধে যোগদানের বিষয়ে একমত নই।’
অরলভকে ওই কাগজে সই করানোর বিষয়টি ভয় দেখানোর উদ্দেশ্যে করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
রয়টার্স রাশিয়ার কারা কর্তৃপক্ষের কাছ থেকে মন্তব্যের অনুরোধ করেছে। কিন্তু, সেই অনুরোধে সাড়া দেয়নি মস্কো।