উত্তর কোরিয়ার ছত্রীসেনার মহড়া তদারকিতে কিম

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এক হামলায় শত্রু অঞ্চল দখল করার ক্ষমতা অর্জনের লক্ষ্যে পরিচালিত ছত্রীসেনা মহড়ার তদারকি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শনিবার (১৬ মার্চ) জানিয়েছে, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক বার্ষিক সামরিক মহড়ার কয়েকদিন পর উত্তর কোরিয়ায় এই ছত্রীসেনাদের মহড়ার আয়োজন করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ওয়াশিংটন এবং সিউল পরিচালিত যৌথ বিমান বাহিনীর অনুশীলনের ব্যাপারে বিশেষ সংবেদনশীলতা দেখিয়েছে পিয়ংইয়ং।

বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে, উত্তরের বিমান বাহিনীকে তার সামরিক বাহিনীর সবচেয়ে দুর্বল হিসেবে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন

কেসিএনএ জানিয়েছে, কিমের তত্ত্বাবধানে পিয়ংইয়ংয়ের সর্বশেষ প্রশিক্ষণের লক্ষ্য ছিল যুদ্ধকালীন আকস্মিক পরিস্থিতিতে যেকোনো অপারেশনাল পরিকল্পনার জন্য ছত্রীসেনাদের সংগঠিত করার প্রস্তুতি পরিদর্শন করা এবং তাদের সক্ষমতা বিচার করা।

কেসিএনএ আরও জানিয়েছে, আদেশ জারি করার সঙ্গে সঙ্গে শত্রু অঞ্চল দখল করার জন্য তাদের নিখুঁত যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে উত্তর কোরিয়ার সেনারা।

এদিকে, আধুনিক যুদ্ধের প্রয়োজন অনুসারে প্রকৃত যুদ্ধক্ষেত্রে সর্বাধিক যুদ্ধ দক্ষতা অর্জনের জন্য বাস্তববাদী এবং বৈজ্ঞানিক প্রশিক্ষণ পদ্ধতি প্রয়োগের গুরুত্বের ওপর জোর দিয়েছেন কিম।

পিয়ংইয়ংয়ের সরকারি রোডং সিনমুন সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুরবীন ব্যবহার করে মহড়া পর্যবেক্ষণ করছে কিমের ছোট মেয়ে জু এ।

এ সময় তার বাবা এবং সিনিয়র সামরিক কর্মকর্তারা পাশে দাঁড়িয়ে ছিলেন।

অন্য একটি ছবিতে অনেক ছত্রীসেনাদেরকে মাটিতে নেমে আসতে দেখার প্রেক্ষিতে স্থলভাগে সেনাদের অবস্থান নিতে দেখা যায়।