পাকিস্তানের গোয়াদর বন্দরে হামলা, নিহত ৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গোয়াদর বন্দরে একটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে।

বুধবার (২০ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সাঈদ আহমেদ উমরানি নামে এক সরকারি কর্মকর্তা হামলার বিষয়টি আলজাজিরাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সাথে হামলাকারীদের প্রায় দুই ঘণ্টা লড়াই চলছিল। এতে ৮ জন নিহত হয়। এছাড়াও নিরাপত্তা বাহিনীর দু’জন আহত হয়েছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বরাতে আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ হামলা শুরু হয়। এক ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলি চলে। প্রথমে দুটি বড় বিস্ফোরণ হয়, পরে বিকট শব্দে দীর্ঘসময় বিস্ফোরণ ঘটে।

বিজ্ঞাপন

বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সশস্ত্র শাখা মাজিদ ব্রিগেড ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে।

বিএলএ পাকিস্তানের একটি স্বাধীনতাকামী সংগঠন। এই প্রদেশটিকে তারা পাকিস্তান থেকে আলাদা করার দাবিতে অনেক বছর ধরে লড়াই করে আসছে।

গোয়াদরে এটাই প্রথম হামলা নয়, এর আগে বেশ কয়েকবার হামলা হয়েছে। এই শহরে বন্দর নির্মাণে কাজ করতে আসা অনেক চীনা নাগরিক বসবাস করেন।

গোয়াদর বন্দর চীন-পাকিস্তানের অর্থনৈতিক করিডোর। এটি পাকিস্তান সরকারের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রকল্প।