‘দোষী সাব্যস্ত হওয়ার পরিবর্তে সহানুভূতি অর্জন করেছেন ইমরান খান’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দোষী সাব্যস্ত হওয়ার পরিবর্তে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি জনগণের সহানুভূতি বেড়েছে। জেলে থাকার কারণে এমনটি হয়েছে বলে মন্তব্য করেন পিএমএল-এন দলের নেতা রানা সানাউল্লাহ।

সামা টিভির অনুষ্ঠান 'মেরে সাওয়াল উইথ মুনিব ফারুক'-এর সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লিগ– নওয়াজ (পিএমএল-এন) দলের নেতা রানা সানাউল্লাহ। 

বিজ্ঞাপন

শনিবার ইমরান খান নিয়ে এক প্রতিক্রিয়ায় সানাউল্লাহ বলেন, দোষী সাব্যস্ত হওয়ার পরিবর্তে সহানুভূতি অর্জন করেছেন পিটিআই প্রতিষ্ঠাতা।

'প্রত্যয় থাকা সত্ত্বেও জনসমর্থন বজায় রাখার সক্ষমতা ইমরান খানের রয়েছে' বলেও উল্লেখ করেন তিনি।  

সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সানাউল্লাহ ইমরান খানের রাজনৈতিক কৌশল সম্পর্কে তার মতামত পুনর্ব্যক্ত করেছেন। ইমরান খান তার বিরোধীদের রাজনৈতিক অস্তিত্বকে নিশ্চিহ্ন করার লক্ষ্য ছিল বলেও উল্লেখ করেন তিনি। 

সানাউল্লাহ পাকিস্তানে ৯ মের ঘটনার মতো মামলা পরিচালনার জন্য সরকারের সমালোচনা করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে অপর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার অভিযোগ করেন।