বাড়ি-গাড়ি ছাড়াই রাহুল গান্ধীর ২০ কোটি রুপি’র সম্পত্তি

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি রুপি। তবে এর মধ্যে কোনো আবাসিক ফ্ল্যাট নেই। নেই গাড়িও।

সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, লোকসভা নির্বাচনে ভারতের কেরল রাজ্যের ওয়ানাডে আসন থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী।

বিজ্ঞাপন

বুধবার (৩ এপ্রিল) এ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া কাগজপত্র থেকে তার সম্পত্তির ব্যাপারে এসব তথ্য পাওয়া গেছে।

রাহুলের রয়েছে ৯.২৪ কোটি রুপির অস্থাবর সম্পত্তি। এর মাঝে আছে নগদ অর্থ, ব্যাংক ডিপোজিট, স্বর্ণালংকার, বন্ড, মিউচুয়াল ফান্ড ইত্যাদি।

বিজ্ঞাপন

অন্যদিকে তার স্থাবর সম্পত্তি রয়েছে ১১.১৫ কোটি রুপির। এর মাঝে রয়েছে দিল্লীর মেহরুলি এলাকায় কৃষি জমি এবং গুরুগ্রামে একটি অফিস।

রাহুল গান্ধীর নামে কিছু মামলা আছে। সম্পত্তির হিসেবের পাশাপাশি এগুলোর কাগজপত্রও জমা দিয়েছেন তিনি।

রাহুলের বিরুদ্ধে ওয়ানাডে কেন্দ্র থেকে সিপিআইয়ের প্রার্থী হয়েছেন অ্যানি রাজা। বিজেপি এখান থেকে প্রার্থী করেছেন কে সুরেন্দ্রনকে।