রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৬

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভে শুক্রবার (৬ এপ্রিল) রাতে রাশিয়ার ড্রোন হামলায় ৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। খারকিভের মেয়র এ শনিবার (৬ এপ্রিল) রয়টার্সকে এ খবর জানিয়েছেন।

নগরীর উত্তরাঞ্চলীয় একটি এলাকার কথা উল্লেখ করে খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘শেভচেনকিভস্কি জেলায় রাতে চালানো হামলায় ৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে, ইউক্রেনের ৫৩টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার (৫ এপ্রিল) ভূপাতিত হওয়া ড্রোনগুলোর বেশিরভাগই দক্ষিণ রোস্তভ অঞ্চলে হামলা চালাতে পাঠানো হয়েছিল, যেখানে মস্কোর ইউক্রেন যুদ্ধের সদর দপ্তর অবস্থিত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত কিয়েভ সরকার ড্রোন দিয়ে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার চেষ্টা করেছিল, যা নস্যাৎ করা হয়েছে।

বিজ্ঞাপন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ৪৪টি ড্রোন দক্ষিণ রোস্তভ অঞ্চলে এবং বাকিগুলো অন্যত্র ভূপাতিত বা আটকানো হয়েছে।