ওমানে আবহাওয়াজনিত দুর্ঘটনায় নিহত ১২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওমানে আবহাওয়াজনিত দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছে। দেশটির উত্তর আ'শরকিয়াহ অঞ্চলে সংগঠিত এসব দুর্যোগে নিখোঁজ পাঁচ নাগরিককে খুঁজে বের করার অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।

রোববার (১৪ এপ্রিল) দেশটির বার্তাসংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ওমানের জরুরী ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কমিটির অনুসন্ধান ও উদ্ধার সেক্টরের বরাত দিয়ে বলা হয়, স্রোতের তোড়ে যানবাহন ভেসে যাওয়ায় তাদের মৃত্যু ঘটে।
প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক দুইজন এবং নয়জন শিক্ষার্থী এবং একজন বিদেশী নাগরিক রয়েছে। 



বিজ্ঞাপন