গাজায় ইসরায়েলি অবরোধের অবসান চায় মিশর

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা তাদের যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চল থেকে যেন বাস্তুচ্যুত না হয়, তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

বেইজিংয়ে আরব নেতা এবং চীনা কর্মকর্তাদের একটি ফোরামে বৃহস্পতিবার (৩০ মে) এই আহ্বান জানান সিসি।

বিজ্ঞাপন

সিসি বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী মানবিক সহায়তা প্রদানের জানাচ্ছি এবং এটাও পরিষ্কারভাবে বলতে চাই যে, গাজায় ইসরায়েলি অবরোধের অবসান চায় মিশর।’

রয়টার্স জানিয়েছে, তিনি ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের ভূমি থেকে বিতাড়িত করার যেকোনো প্রচেষ্টা বন্ধ করার আহ্বান জানান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি।

বিজ্ঞাপন

চীন চলতি সপ্তাহে সিসি এবং অন্যান্য আরব নেতাদের একটি ফোরামের জন্য উদ্যোগ গ্রহণ করছে যেখানে গাজার যুদ্ধ নিয়ে আলোচনার আশা করা হচ্ছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বুধবার (২৯ মে) গাজা উপত্যকা এবং মিশরের সীমান্তে কৌশলগত ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণের পাশাপাশি গাজা ও মিশরের মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার পর সিসি এই মন্তব্য করলেন।

গত ৭ মে মিশরের সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক সপ্তাহ পরে দক্ষিণ গাজায় তাদের স্থল আক্রমণ শুরুর পরে এই সীমান্ত এলাকার দখল নেয় ইসরায়েলের বাহিনী।