পশ্চিমবঙ্গে চার বছর বয়সী শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত
ভারতের পশ্চিমবঙ্গে চার বছর বয়সী এক শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শিশুটির দেহে এইচ৯এন২ ভাইরাস পাওয়া গেছে বলে গত মঙ্গলবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বুধবার (১২ জুন) ভারতীয় গণমাধ্যম এনডি টিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯ এন ২ ধরন শনাক্ত হওয়ার ঘটনা ভারতে এটা দ্বিতীয়। এর আগে ২০১৯ সালে দেশটিতে প্রথম মানবশরীরে ভাইরাসটির এ ধরন শনাক্ত হয়েছিল।
গত ফেব্রুয়ারিতে প্রচণ্ড শ্বাসপ্রশ্বাসের সমস্যা, জ্বর এবং পেটের ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয় ওই শিশুটি। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। দীর্ঘ তিন মাস চিকিৎসা নেওয়ার পর সে হাসপাতাল থেকে ছাড়া পায়।
আক্রান্ত শিশুটি বাড়ির আশপাশে হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিল বলে জানিয়েছে ডব্লিউএইচও। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এইচ৯এন২ ভাইরাসের কারণে হালকা অসুস্থতা দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বিক্ষিপ্তভাবে ভাইরাসটিতে আরও অনেক মানুষ আক্রান্ত হতে পারেন। কারণ বিশ্বের বিভিন্ন অঞ্চলের পোল্ট্রিতে ভাইরাসটির উপস্থিতি রয়েছে।