হজে প্রচণ্ড গরমে সহস্রাধিক হাজীর মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এ বছরের হজের সময় প্রচণ্ড গরমে হাজীদের মৃতের সংখ্যা সহস্রাধিক বলে বৃহস্পতিবার (২০ জুন) জানিয়েছে রয়টার্স।

এএফপি পরিবেশিত এক খবরে বলা হয়েছে, এদের অর্ধেকেরও বেশি অনিবন্ধিত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবারের প্রতিবেদনে নতুন করে মৃতদের মধ্যে মিশর থেকে আসা ৫৮ জন অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়।

তবে একজন আরব কূটনীতিকের মতে, মোট নিহত ৬৫৮ জনের মধ্যে ৬৩০ জন অনিবন্ধিত ছিলেন।

বিজ্ঞাপন

এএপি’র খবরে হজে এবার প্রায় ১০টি দেশের ১.০৮১ জন মারা যাওয়ার কথা বলা হয়েছে।

সৌদি আরবের সরকারি বিবৃতি বা বিভিন্ন দেশের কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে এএফপি ওই পরিসংখ্যান জানিয়েছে।

এদিকে, এ বছর সৌদি আরবে প্রচণ্ড গরম পড়েছে। জাতীয় আবহাওয়া কেন্দ্র এই সপ্তাহের শুরুতে মক্কার গ্র্যান্ড মসজিদে সর্বোচ্চ তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস রিপোর্ট করেছে।