ন্যাটো সীমান্তের কাছে সামরিক মহড়া করছে চীন ও বেলারুশ

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মার্কিন নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার বহিঃপ্রকাশ হিসাবে ন্যাটোর পূর্ব সীমান্তে চলতি সপ্তাহে বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন।

রয়টার্স জানিয়েছে, পোলিশ সীমান্তের কাছে রাশিয়ার মিত্র বেলারুশের মাটিতে চীনের এই যৌথ মহড়া এমন সময় হতে যাচ্ছে, যখন ন্যাটো নেতারা ওয়াশিংটনে একটি শীর্ষ সম্মেলনের জন্য জড়ো হচ্ছেন।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, ঠিক ওই সময়ে মহড়ার আয়োজন করে পশ্চিমা জোটকে একটি সতর্ক বার্তা পাঠাতে চেয়েছে বেইজিং।

উল্লেখ্য, চীন-বেলারুশের যৌথ মহড়া এর আগেও হয়েছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী ইউক্রেন আক্রমণ করার পর এটাই প্রথম।

বিজ্ঞাপন

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার (১০ জুলাই) জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, পোল্যান্ডের সঙ্গে সীমান্তে অবস্থিত শহর ব্রেস্টে ওই ৮ জুলাই এই মহড়া শুরু হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মহড়াগুলো জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চলবে। তবে এতে জড়িত চীনের সেনাদের সঠিক সংখ্যা জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই যুদ্ধের কৌশল উন্নত করতে এবং দুই সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও যোগাযোগ গভীরতর করার জন্য কাজ করছে।

চীনা কূটনৈতিক কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে, এই মহড়া বিশেষ কোনো দেশকে লক্ষ্য করে নয়।

কিন্তু, এই মহড়ার নিন্দা জানিয়েছে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়।