সুপ্রিম কোর্টে কেজরিওয়াল জামিন পেলেও মুক্তি মিলছে না
আবগারনীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার হওয়া ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ এই রায় দেন।
শুক্রবার (১২ জুলাই) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
এনডিটিভি জানায়, সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মদ নীতির সাথে যুক্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি মানি লন্ডারিং মামলায় জামিন দিয়েছে। তবে তিনি কারাগারে থাকবেন কারণ তাকে বর্তমানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) একটি পৃথক মামলায় জিজ্ঞাসাবাদ করছে।
- কেজরিওয়ালের জামিন আদেশ স্থগিত
- জামিনের মেয়াদ শেষ, কেজরিওয়ালকে আবারও ফিরতে হচ্ছে জেলে
- জামিন পেলেও সরকারি ফাইলে সই করতে পারবেন না কেজরিওয়াল
দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট'র (ইডি) জামিন দেওয়ার সময় বলছে, কেজরিওয়াল গত ৯০ দিনেরও বেশি সময় ধরে কারাভোগ করেছেন। তিনি নির্বাচিত নেতা এবং তিনি মুখ্যমন্ত্রীর ভূমিকায় থাকবেন কিনা তা তার ওপরই নির্ভর করে।
সুপ্রিম কোর্টের এই রায়ের পর আম আদমি পার্টি (আপ) বলছে, "সত্যমেব জয়তে" (সত্যেরই জয় হয়)।
উল্লেখ্য, ২০২১ সালে দিল্লির সরকারের গৃহীত আবগারি নীতির মাধ্যমে শহরটিতে মদ বিক্রির আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে পরবর্তীতে অভিযোগ ওঠে যে, এই নীতি ব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আর এই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়।