যুক্তরাষ্ট্রে বাড়ির পাশে বিমান বিধ্বস্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত

ছবি: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের উটাহতে বাড়ির পাশে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানটি দুই ইঞ্জিনের পিএ-৩৪ মডেলের একটি ছোট বিমান।

গত বুধবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ৩টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। বিমান বিধ্বস্তের সময় বাড়ির ভেতর মানুষ ছিলেন।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সিসিটিভির ফুটেজে বিমান দুর্ঘটনার বিষয়টি ধরা পড়েছে। এতে দেখা যাচ্ছে, বিমানটি ঘাসযুক্ত জমিতে আছড়ে পড়ছে এবং বাড়িটির গাড়ির গ্যারেজের খুব কাছাকাছি পর্যন্ত চলে এসেছে। ওই সময় আশপাশের প্রতিবেশীরা বিমানে থাকা ব্যক্তি ও ওই বাড়ির মানুষদের সহায়তার জন্য দ্রুত এগিয়ে আসেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন এটির ভেতর শুধুমাত্র দুইজন ব্যক্তি ছিলেন। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়লেও তারা খুব বেশি আহতও হননি। এখনো চিকিৎসাধীন থাকায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। কিন্তু বিমান বিধ্বস্ত হয়ে একটি বাড়ি ও কয়েকটি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানের যাত্রী ছাড়া আর কেউ এ ঘটনায় আহত হননি।

বিজ্ঞাপন