তুরস্কে ১৭ আফগান অভিবাসী আটক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তুরস্কে আফগান অভিবাসী আটক/ছবি: সংগৃহীত

তুরস্কে আফগান অভিবাসী আটক/ছবি: সংগৃহীত

তুরস্ক থেকে ১৭ জন আফগান অভিবাসীকে আটক করেছে সে দেশের পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) আফগানিস্তানভিত্তিক সংবাদসংস্থা খামা নিউজ এজেন্সি এ খবর জানায়।

বিজ্ঞাপন

তুরস্কের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, শুক্রবার তুরস্কের ইরজুরাম শহর থেকে ১৭ জন আফগান অভিবাসীকে আটক করা হয়েছে। তারা সেসময় কিসকালে এলাকায় একটি গাড়িতে অবস্থান করছিলেন। অবৈধভাবে প্রবেশের দায়ে তাদের ৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে। তুরস্কের কর্তৃপক্ষ জানায়, মানব পাচারের অভিযোগে আরো দুজনকে আটক করা হয়েছে।

এ আটকের ঘটনা তখনই ঘটলো যখন আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান থেকে ক্রমাগত অভিবাসীদের তুরস্কে অনুপ্রবেশ বেড়েই চলেছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ থেকে জানানো হয়, তুরস্কের কোস্টগার্ড অনুপ্রবেশের অভিযোগে ১৪২ জন অভিবাসীকে আটকের পর নিজদেশে ফেরত পাঠিয়েছে।

এছাড়া চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৪ হাজার আফগান অভিবাসীকে আটক করে তুরস্কের পুলিশ। পরে তাদের নিজদেশে ফেরত পাঠিয়ে দেয়।

তুরস্কের এক কর্মকর্তা জানান, তুরস্কে বর্তমানে ৩০ হাজার আফগান অভিবাসী অবৈধভাবে বসবাস করছেন। তাদের বিরুদ্ধে ‘কমব্যাট অপারেশন’ চালানো হবে।