চীন ও ভারতের রিজার্ভ সর্বোচ্চ পর্যায়ে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সদ্য বিদায়ী মাসে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগস্টে যোগ হয়েছে ৩ হাজার ১৮০ কোটি ডলার। ফলে দেশটিতে এখন রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার ৮০০ কোটি ডলারে। যা দেশটিতে সাড়ে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

শনিবার (৭ সেপ্টেম্বর) চীনের সরকারি তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটিতে পরপর দুই মাসে রিজার্ভ বেড়েছে। ফলে ২০১৫ সালের ডিসেম্বরের পর বৈদেশিক মুদ্রার মজুত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিজ্ঞাপন

এর আগে অবশ্য রয়টার্স জানায়, আগস্টে চীনের বৈদেশিক মুদ্রার মজুতের পরিমাণ ৩ লাখ ২৮ হাজার ৯০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। কিন্তু সেই লক্ষ্যমাত্রায় না যেতে পারলেও খুব বেশি দূরে নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে ডলারের বিপরীতে ইউয়ান ১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে একই মাসে অন্যান্য প্রধান মুদ্রার তুলনায় ডলার ২ দশমিক ২ শতাংশ দুর্বল হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এদিকে, রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বৈদেশিক মুদ্রার মজুতও আগস্ট মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, আগস্ট শেষে ভারতের রিজার্ভের পরিমাণ ছিল ৬৮ হাজার ৩৯৯ কোটি ডলার। পরপর তিন সপ্তাহ ধরে দেশটির রিজার্ভ বেড়েছে।