ফ্রান্সের ক্ষতিগ্রস্ত রেল মেরামত সম্পন্ন, চলবে সোমবার থেকে

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাশকতা হামলায় ফ্রান্সে ক্ষতিগ্রস্ত রেল নেটওয়ার্কের মেরামত সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে। আগামীকাল সোমবার (২৯ জুলাই) সকাল থেকে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৮ জুলাই) বার্তা সংস্থা এএফপি’র এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ এসএনসিএফ এক বিবৃতিতে বলেছে, প্যারিস থেকে প্রধান পশ্চিম লাইনের পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং রাজধানী শহর থেকে উত্তর লাইনে চারটির মধ্যে প্রধান তিনটি উচ্চ-গতির টিজিভি ট্রেন অব্যাহত রয়েছে। এখন থেকে রেল ভ্রমণে চলাচলে আর কোনো প্রকার কালক্ষেপণ হবে না।