অতীত নয়, ভবিষ্যত নিয়ে ভাবতে চাই: ফিলিস্তিনি রাষ্ট্রদূত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর অতীতের পরিবর্তে ভবিষ্যতকে নিয়ে ভাবতে ইচ্ছুক বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে ড. ইউনূসের সঙ্গে তিনি সাক্ষাৎ পরবর্তী সময়ে গণমাধ্যমে তিনি এই বার্তা জানান।
এসময় তিনি বলেন, আমরা গতকাল নয় আগামীর দিকে তাকাতেই চাই। অতীত নয় ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। যা হয়েছে ভুলে যাই সামনের দিকে তাকাই। এখন সব পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক মানুষ ভুগেছে। আর ভুগতে দেওয়া যায় না। তাই পিছনে না তাকিয়ে সামনের দিকে তাকাই।
এছাড়া প্রতিটি গণমাধ্যমকে সঠিক স্থানে থেকে প্রচার করা জরুরী বলেও উল্লেখ করছেন ইউসুফ এস ওয়াই রামাদান।