জার্মানির উৎসবে ছুরিকাঘাতে নিহত ৩

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৩ আগস্ট) রাতে এ হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (২৪ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

জানা যায়, শুক্রবার জার্মানির জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। এ উৎসবটি শুক্রবার শুরু হয়ে রোববার শেষ হওয়ার কথা ছিল। সেখানেই হামলাটি চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা এমন হামলা টের পাননি অনেকেই। হামলার পর দ্রুতই সেখান থেকে পালিয়ে যান হামলাকারী। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

এ হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।ভয়াবহ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শহরের মেয়র টিম কার্জবাচ। একইসঙ্গে তিনি বাতিল করেছেন প্রতিষ্ঠাবার্ষিকীর কয়েকদিনব্যাপী অনুষ্ঠান।