লেবাননে ইসরায়েলি হামলায় আরও ১১ জন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লেবাননে ইসরায়েলি হামলায় আরও ১১ জন নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় আরও ১১ জন নিহত

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় লেবানন জুড়ে আরও ১১ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা ও দ্য ওয়াশিংটন পোস্ট।

বিজ্ঞাপন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ বাহিনীকে লক্ষ্য করে রোববার ভোরে লেবাননে ভারী হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। গত দুই সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৮৭ শিশুসহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

এদিকে, লেবাননে ইসরায়েলি স্থল আক্রমণ এখন অনিবার্য কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘এখন যুদ্ধবিরতির সময়।’

বিজ্ঞাপন

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তার জন্য তিন দিনের শোক ঘোষণা করেছে লেবানন।

উল্লেখ্য, সোমবার (২৩ সেপ্টেম্বর) ইসরায়েল লেবাননের হেজবুল্লাহকে লক্ষ্য করে কয়েকশ বার আকাশপথে হামলা চালায়। হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল সোমবার ব্যাপকভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৮৭ শিশু রয়েছে।