পরিবারের সদস্যসহ পাকিস্তানে সামরিক কর্মকর্তা অপহৃত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পরিবারের সদস্যসহ পাকিস্তানে সামরিক কর্মকর্তা অপহৃত

পরিবারের সদস্যসহ পাকিস্তানে সামরিক কর্মকর্তা অপহৃত

পাকিস্তানে ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তাসহ তার পরিবারের কয়েক সদস্য অপহৃত হয়েছেন। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন দুই ভাই এবং এক ভাইয়ের ছেলে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) কর্তৃপক্ষের বরাত দিয়ে রেডিও ফ্রি ইউরো অ্যান্ড রেডিও ফ্রি লিবার্টি (আরএফআরএল) এ খবর জানায়।

বিজ্ঞাপন

নিষিদ্ধ ঘোষিত তালেবানের সঙ্গে সম্পর্কিত গ্রুপ তারিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এ অপহরণের দায় স্বীকার করেছে।

খবরে বলা হয়, পাকিস্তানের সামরিক বাহিনীর কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তা এবং তার পরিবারের সদস্যরা এক আত্মীয়ের মৃত্যুর পর কবরে দেওয়ার আনুষ্ঠানিকতার সময় তাদের অপহরণ করা হয়।

বিজ্ঞাপন

খাইবার পাখতুন প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার কালাচ এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।

টিটিপি তাদের অপহরণের দায় স্বীকার করে জানিয়েছে, অপহৃতরা নিরাপদে আছেন।

এ অপহরণের ঘটনা সেই সময় ঘটলো, যখন পাকিস্তানের সামরিক বাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে।

পাকিস্তান জানিয়েছে, এই সশস্ত্র গোষ্ঠীগুলো পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান থেকে পাকিস্তানের ভেতরে এসে হামলা চালায়।

এর আগে ২৪ ও ২৫ আগস্ট বেলুচিস্তানের স্বাধীনতাপন্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে মোট ৫৪ জন নিহত হন। এর মধ্যে বেলুচিস্তানের তিন জেলায় ২১ জন স্বাধীনতা পন্থীকে হত্যা করে সরকারি বাহিনী।