ইউক্রেন-মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্য যাচ্ছেন ব্লিনকেন
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন ইউক্রেনে রাশিয়ার হামলা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্য যাচ্ছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ পোস্ট এ খবর জানায়।
খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দেখা করতে সে দেশে যাচ্ছেন। তিনি সোম ও মঙ্গলবার (৯ ও ১০ সেপ্টেম্বর) দুইদিন তার সঙ্গে আলোচনা করবেন।
মিলার বলেন, ব্লিনকেন ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের বিরাজমান পরিস্থিতিসহ ইউক্রেনকে পাশ্চাত্যের সহযোগিতার সার্বিক বিষয় নিয়ে স্টারমারের সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনা করবেন।
এছাড়াও ১৪ বছর কনজারভেটিভ পার্টি যুক্তরাজ্য শাসন করার পর লেবার পার্টি বর্তমানে দেশটি পরিচালনা করছে। সে প্রেক্ষিতে ব্লিনকেনের যুক্তরাজ্য সফরকে বেশ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।