সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিয়ায়ার হামা প্রদেশের মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জন হয়েছে বলে জানা গেছে। এর আগে এই নিহতের সংখ্যা ৫ এবং আহত ১৯ জন বলে উল্লেখ করা হয়েছিল।

সোমবার (৯ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েল সিরিয়ার বার্তাসংস্থা সানা’র বরাত দিয়ে এ খবর জানায়।

বিজ্ঞাপন

সানা এক মেডিকেল সূত্রে জানায়, ইসরায়েলের ‘আগ্রাসনে’ মাসিয়াফের ভিসিনিটিতে ১৪ জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ৪৩ জন।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের সেনাবাহিনী সিরিয়ার মাসিয়াফের সেনাঘাটি লক্ষ করে হামলা করেছে। এতে ১৪ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন