ন্যাটোভুক্ত দুটি দেশ লাটভিয়া ও রোমানিয়া অভিযোগ করেছে, রাশিয়ার ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।
অভিযোগে বলা হয়, ইউক্রেনে রোববার রাতভর রাশিয়ার ড্রোন হামলার একপর্যায়ে লাটভিয়া এবং রোমানিয়ার আকাশসীমা লঙ্গন করে।
লাটভিয়া জানায়, রাশিয়ার একটি ড্রোন তাদের সীমান্ত এলাকায় বিধ্বস্ত হয়েছে।
এঘটনার পর রোমানিয়ার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, ঘটনার প্রতি নজর রাখতে এফ-১৬ জেট মোতায়েন করা হয়েছে।
এছাড়া সীমান্তের কাছে ভেঙে পড়া ড্রোনের ধ্বংসবিশেষের খোঁজে অনুসন্ধান চালানো হচ্ছে। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
রোমানিয়া রাশিয়ার ড্রোনের আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়েছে।
লাটভিয়ার প্রেসিডেন্ট এডগারস রিনকেভিকস জানিয়েছেন, তাদের সীমান্ত এলাকায় রাশিয়ার সামরিক বাহিনীর একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।
লাটভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রতিবেশী দেশ বেলারুশ থেকে রাশিয়ার ড্রোন ওড়ানো হয় এবং রেজেকনে শহরের কাছে বিধ্বস্ত হয়।
রেজেকনে শহর পশ্চিম রাশিয়া থেকে ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) এবং বেলারুশ থেকে ৭৫ কিলোমিটর (৪৭ মাইল) দূরে। বেলারুশ ক্রেমলিনের সঙ্গে খবু ঘনিষ্ঠ সম্পর্ক।