ইরাকে মার্কিন কূটনৈতিক স্থাপনায় হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন কূটনৈতিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

বিজ্ঞাপন

মার্কিন দূতাবাসের এক মুখপাত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, ইরাকের স্থানীয় সময় রাত ১১টার দিকে বাগদাদ এয়ারপোর্টের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ভবনের ভেতরে হামলার ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।

তবে কারা এ হামলার জন্য দায়ী তা জানা যায়নি।

বিজ্ঞাপন

মুখপাত্র বলেন, দূতাবাস ক্ষয়ক্ষতির বিস্তারিত খতিয়ে দেখছে এবং পরে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে।