স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র ছুড়ে পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দুই মাসের ভেতর এটাই ছিল উত্তর কোরিয়ার স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা।

বৃহস্পতিবার সকালে এ ক্ষেপণাস্ত্র ছোড়ার পর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও জাপান এ পরীক্ষার নিন্দা জানায়।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়া জানায়, দুই মাসের ভেতর উত্তর কোরিয়া এই প্রথম স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়া জানায়, এই স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র রাশিয়ায় পাঠানো হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়া ও জাপানের বক্তব্যের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া চালানোর পর উত্তর কোরিয়া স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো।

জানা যায়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাতটার দিকে বিভিন্ন ধরনের ৩শ ৬০ কিলোমিটার (২শ ২৩ মাইল) দূরত্বের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

তবে মোট কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তা জানা যায়নি।

এ ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, আমরা এ ধরনের উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র ছোড়ার তীব্র নিন্দা জানাচ্ছি। এধরনের কর্মকাণ্ড এ অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি বিনষ্ট করবে।

এদিকে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়া থেকে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলো ১শ কিলোমিটার অক্ষাংশে ৩শ ৫০ কিলোমিটার অতিক্রম করেছে।

এর আগে চলতি বছরের ১ জুলাই উত্তর কোরিয়া দাবি করে, ৪.৫ টনের ওয়্যারহেড নিয়ে নতুন কৌশলগত ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে।

বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েকদিন আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছিলেন, উত্তর কোরিয়া আরো উন্নতমানের পারমাণিক অস্ত্র তৈরি করবে, যা যে কোনো সময় ব্যবহার করা সম্ভব হবে ।