মোদির ঘরে নতুন অতিথির আগমন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ৭, লোককল্যাণ মার্গে নতুন অতিথির আগমন ঘটেছে। নতুন অতিথি হচ্ছে 'দীপজ্যোতি' নামে একটি বাছুর।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে মোদি জানান, 'গৌ মাতা (গরু)' ৭, লোককল্যাণ মার্গের আবাসস্থলে একটি বাছুরের জন্ম দিয়েছেন। তিনি ওই বাছুরের সাথে সময় কাটানোর একটি ভিডিওও শেয়ার করেছেন। খবর এনডিটিভি।

বিজ্ঞাপন

এক্সে দেওয়া পোস্টে মোদি উল্লেখ করেন, 'আমাদের শাস্ত্রে বলা আছে, গাভী সর্বসুখ প্রদান করে। লোককল্যাণ মার্গে আমাদের পরিবারে এক নতুন সদস্যের শুভ আগমন হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনের প্রিয় গরু একটি বাছুর প্রসব করেছে। যার কপালে রয়েছে আলোর চিহ্ন। তাই নাম দিয়েছি দীপজ্যোতি।'

শনিবার নিজের এক্স হ্যান্ডেলে দীপজ্যোতির কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, এক পা দু পা করে প্রধানমন্ত্রীর সঙ্গে ঘরে ঘুরে বেরাচ্ছে বাছুরটি। তাকে কোলে নিয়েই পূজো করেন তিনি। গলায় মালা ও গায়ে চাদর পরিয়ে দেন। তারপর কোলে বসিয়ে স্নেহের চুম্বন এঁকে দেন মোদি। আর দীপজ্যোতিও দিব্যি নিশ্চিন্তে রয়েছে প্রধানমন্ত্রীর কাছে।