গাজায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত ২৬
গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলের হামলায় আরও অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। হামলার পর উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এ ছাড়া শনিবার উত্তর গাজার বেইট লাহিয়ার একটি অংশ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
রোববার (১৫ সেপ্টেম্বর) গাজার উদ্ধারকর্মীদের বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানায়।
খবরে বলা হয়, ইসরায়েলের হামলার কারণে গাজা উপত্যকার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ৫টি স্কুলে আশ্রয় নিয়েছেন।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইট লাহিয়ার একটি অংশ থেকে ফিলিস্তিনিদের অন্যখানে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা।
আপডেট খবর হিসেবে আলজাজিরা জানায়, গাজায় যুদ্ধ বিরতি এবং জিম্মি মুক্তিসহ সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েলে ফের হাজার হাজার মানুষ মিছিল করেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪১ হাজার ১শ ৮২ জন ফিলিস্তিনি নিহত এবং ৯৫ হাজার ২শ ৮০ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস হামলা করলে ১ হাজার ১শ ৩৯ ইসরায়েলি নিহত এবং ২শ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।