মিশরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪৯

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোর কাছাকাছি একটি শহরে যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

রোববার (১৫ সেপ্টেম্বর) মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের বরাত দিয়ে দ্য ন্যাশনাল এ খবর জানায়।

রেলের সূত্রের খবরে বলা হয়, মিশরের রাজধানী কায়রোর উত্তর-পূর্ব শহর জাগাজিগে শনিবার যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত ও আরও ৪৯ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

রেলওয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, একটি ট্রেন জাগাজিগ থেকে ইসমাইলিয়া যাচ্ছিল। অন্য ট্রেনটি মানসুরা থেকে জাগাজিগে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়।

মিশরের মোট জনসংখ্যা ১০ কোটি ৫০ লাখ। দেশটির বেশির ভাগ মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন। আফ্রিকা মহাদেশের মধ্যে মিশরের রেল নেটওয়ার্ক সবচেয়ে বড়। রেল নেটওয়ার্ক অনেক পুরনো হওয়ায় ও অব্যবস্থাপনার কারণে প্রায়ই দেশটিতে রেল দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে ২০২১ সালে এক মাসের ব্যবধানে রেল দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হন।