গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক কাহিনীর বোমা হামলায় শিশুসহ আরও ২০ জন নিহত হয়েছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গাজা জুড়ে অব্যাহত ইসরায়েলি বাহিনীর বোমা হামলার ফলে কমপক্ষে আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরমধ্যে নুসিরাত ক্যাম্পে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর হামলায় কমপক্ষে ১০ শিশু নিহত হয়। এছাড়াও গাজা শহরের জেইতুন এবং শেখ রাদওয়ান আশেপাশের এলাকায় হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও অনেকে।
এদিকে গতকাল রোববার হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারী তেল আবিবের রাস্তায় জড়ো হয়ে হামাসের সাথে যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষর এবং গাজায় অবশিষ্ট বন্দিদের মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ফলে সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে শিশুদের। চরম অবস্থা পার করছে তারা। একদিকে খাদ্য, পানি ও বিদ্যুৎ সংকট, অন্যদিকে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ফলে অপুষ্টিতে ভুগছে হাজার হাজার শিশু।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এ পর্যন্ত ৪১ হাজার ২২৬ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৫ হাজার ৩৩৭ জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।
অন্যদিকে হামাসের হামলায় এ পর্যন্ত ইসরায়েলের এক হাজার ১৩৯ জন নাগরিক নিহত হয়েছে। এছাড়াও ২০০ জনের বেশি মানুষ বন্দি রয়েছে।