তাইওয়ানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাইওয়ানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের বিক্ষিপ্ত জনবহুল পূর্ব উপকূল কাউন্টি হুয়ালিয়েন অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। তবে এতে তাৎক্ষণিক কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানায় দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে রাজধানী তাইপেই ভবনগুলো কেঁপে ওঠে।

আবহাওয়া প্রশাসন জানিয়েছে, এটির গভীরতা ছিল ১৭ কিলোমিটার (১০ দশমিক ৬ মাইল)।

তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত এবং ভূমিকম্প প্রবণ। 

এর আগে গত এপ্রিলে অঞ্চলটিতে ২৫ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে নয় জন নিহত এবং ৯০০ জনেরও বেশি আহত হয়েছে।