ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার হামলা, নিহত ৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের একটি হাসপাতালে রাশিয়ার ড্রোন হামলায় ৮ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

শনিবার সকালে সামি এলাকার একটি হাসপাতালে প্রথম হামলা চালালে একজন নিহত হয়। এরপর হাসপাতালের রোগীদের অন্যখানে সরিয়ে নেওয়ার সময় দ্বিতীয়বার হামলা চালানো হলে ৬ জন নিহত হন।

বিজ্ঞাপন

পরে ইউক্রেনের প্রসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি জানান, ৮ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

 শনিবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, শনিবার সকালে ইউক্রেনের দক্ষিণ-পূর্ব শহর সামি এলাকার একটি হাসপাতালে পর পর কয়েকবার রাশিয়া ড্রোন হামলা চালালে ৮ জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন। এ সময় হাসপাতালে ৮৬ জন রোগী এবং ৩৮ জন স্টাফ অবস্থান করছিলেন।

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি বলেন, পৃথিবীর সবাই এই যুদ্ধের বিষয়ে কথা বলছে। তাদের রাশিয়ার হামলার প্রতি মনোযোগ দেওয়া উচিত। তারা হাসপাতাল, নাগরিক এবং সাধারণ নাগরিকদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে।

জেলেনেস্কি বলেন, শক্তি প্রয়োগ করে রাশিয়াকে শান্তি আলোচনায় বসতে বাধ্য করার একমাত্র উপায়।