হিজবুল্লাহকে সতর্ক করে কঠোর বার্তা দিল ইসরায়েল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ছবিঃ সংগৃহীত

ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে আক্রমণ করার জন্য "সব রকমের উপায়" ব্যবহার করবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রতিরক্ষা দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরা।

বিজ্ঞাপন

এর আগে উত্তর ইসরায়েলে স্থানীয় কাউন্সিলের প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী পর্যায় শিগগিরই শুরু হবে। প্রয়োজনে স্থল, আকশ ও সমুদ্র পথে আক্রমণের জন্য সব রকমের উপায় ব্যবহার করা হবে।”

বিজ্ঞাপন

এ সময় তিনি লেবাননের সীমান্ত এলাকার বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার কথা বলেন।

সৈন্যদের উদ্দেশে তিনি বলেন, "আমরা আমাদের সব ক্ষমতা কাজে লাগাব এবং এতে আপনিও (সৈনিক) থাকবেন।"

ইতিমধ্যেই ইসরায়েলি বাহিনী লেবাননে ছোট আকারের স্থল অভিযান শুরু করেছে। তাছাড়া দেশটির বিমান বাহিনী লেবাননের সর্বত্র স্থানে বোমাবর্ষণ শুরু করেছে।

এ হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং গ্রুপের শীর্ষ কমান্ডারসহ কয়েকজনকে হত্যা করেছে। এছাড়াও ইসরায়েলের হামলায় এক হাজারের বেশি লেবানিজ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।

এদিকে হিজবুল্লাহও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। আজ এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের গেশের হাজিভ বসতিকে "রকেটের স্যালো" দিয়ে লক্ষ্যবস্তু করেছে। এর আগে, হিজবুল্লাহ বলেছিল, তারা উত্তর ইসরায়েলি শহর সাফেদেও রকেট নিক্ষেপ করেছে।

উল্লেখ্য, গত অক্টোবরে গাজায় ইসরায়েল আক্রমণ শুরু করার একদিন পর হিজবুল্লাহর সেনাদের ওপর হামলা শুরু করে।