তেল আবিবে দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে নিহত ৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের রাজধানী তেল আবিবে দুর্বৃত্তের ছোড়া গুলি ও ছুরিকাঘাতে ৭ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার লেবাননে স্থলপথে সামরিক অভিযান ও ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করার মধ্যে ইসরায়েলের অভ্যন্তরে এ হামলার ঘটনা ঘটলো।

বিজ্ঞাপন

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইসরায়েলের ভেতরে এ ধরনের হামলা আর ঘটেনি বলে ইসরায়েলি পুলিশ জানিয়েছে।

বুধবার (২ অক্টোবর) টাইমস অব ইসরায়েল ও বিবিসি এ খবর জানায়।

খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আবিবের জাফা এলাকায় দুই দুর্বৃত্তের নির্বিচারে গুলি ও ছুরিকাঘাতে ৭ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। পরে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই দুর্বৃত্তও নিহত হন।

ইসরায়েলি পুলিশ হামলাকারী দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন, মেহমেদ খালিফ সাহের রজব এবং হাসান মোহাম্মেদ হাসান তামিমি। তারা দুজনই গাজা পশ্চিম তীরের হেবরন শহরের বাসিন্দা। হামলাকারীদের পরিচয় প্রকাশ করলেও নিহতদের পরিচয় প্রকাশ করেনি ইসরায়েলি পুলিশ।

হামলায় কতজন আহত হয়েছেন, সে তথ্যও জানানো হয়নি। তবে আহতদের তেল আবিবের হেলনের ওলফসন মেডিকেল সেন্টার ও ইচিলভ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে।

ইসরায়েলের পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি ঘটনাস্থল পরিদর্শন করেছেন খবরে উল্লেখ করা হয়।

.