ইসরায়েলের ৩ ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসরায়েলের ৩ ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর

ইসরায়েলের ৩ ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর

লেবাননভিত্তিক ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, এন্টি-ট্যাংক রকেট ছুড়ে তারা ইসরায়েলের ৩টি ট্যাংক ধ্বংস করেছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) লেবাননের সংবাদমাধ্যম নাহারনেট ও বুলগেরিয়ার মিলিটারির ওয়েবসাইট বুলগেরিয়ানমিলিটারি.কম এ খবর জানায়।

বিজ্ঞাপন

লেবাননের সংবাদমাধ্যম নাহারনেট জানায়, বুধবার (২ অক্টোবর) লেবাননের সীমান্ত এলাকার মারুন আল-আরস গ্রামের কাছে হিজবুল্লাহ এন্টি-ট্যাংক রকেট ছুড়ে ইসরায়েলের ৩টি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে।

অন্যদিকে, বুলগেরিয়ানমিলিটারি.কম জানায়, স্কিরমিশেস সীমান্তের কাছে এন্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের ৩টি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে হিজবুল্লাহ।

বিজ্ঞাপন

এরপর ইসরায়েলের সংবাদপত্র ‘ইয়েডিওথ আহরোনোথ’ জানায়, হিজবুল্লাহর হামলায় সৈন্য ও ট্যাংক হারিয়েছে ইসরায়েল। এছাড়া সীমান্ত এলাকার অবস্থা বিপজ্জনক।

মঙ্গলবার (১ অক্টোবর) স্থলপথে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। সেখানে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
এর আগে ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ফাইটার জেটের হামলায় হিজবুল্লাহ প্রধানসহ ইরানের শীর্ষ পর্যায়ের এক কমান্ডার নিহত হয়।

এর আগে ৩১ জুলাই তেহরানে অবস্থানকালে হামাস প্রধান নিহত হলে ইরান জানায়, তেহরানে হামলা করা মানে ইরানের সার্বভৌম ও স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।

এর প্রতিশোধ নিতে মঙ্গলবার ইসরায়েলের ফাইটার জেট ঘাঁটি, সেনাঘাঁটি ও গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ইসরায়েলের এয়ারফোর্সের ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।
এ হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে।