ভারতে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

ভারতে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে একটি বনে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত হয়েছে। 

শুক্রবার (৪ অক্টোবর) রাতে দেশটির সম্প্রচার মাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, দেশটির ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গতকাল বৃহস্পতিবার মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। অভিযানে আজ দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ৩৬ মাওবাদী নিহত হয়। শেষ খবরে বলা হয়েছে, এখনো উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় চলমান রয়েছে। 

সূত্র বলছে, এ অভিযানে একে সিরিজসহ বেশ কিছু অ্যাসল্ট রাইফেল এবং বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মাওবাদীদের হত্যার ঘটনাটি সাম্প্রতিক সময়ে ফোর্সগুলোর জন্য বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, গতকাল (বৃহস্পতিবার) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, ছত্তিসগড়ের ওর্চা এবং বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর এবং থুলথুলি গ্রামে মাওবাদীরা জড়ো হচ্ছে। এ খবরে যৌথ বাহিনী এসব গ্রামে চিরুনি অভিযান পরিচালনা করে। শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটে। এতে ৩৬ মাওবাদী নিহত হয়।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি একটি বড় অভিযান এবং সাম্প্রতিক সময়ে ফোর্সগুলোর জন্য বড় সাফল্য। রাজ্য থেকে সন্ত্রাসবাদ দূর হতে চলেছে। এই সন্ত্রাসবাদ অবশ্যই নির্মূল করতে হবে।