মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আব্বাস আরাগচি

আব্বাস আরাগচি

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সিরিয়া সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শনিবার (৫ অক্টোবর) তিনি দেশটির রাজধানী দামেস্কে পৌঁছান। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আব্বাস আরাকচি সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে সিরিয়ার রাজধানী দামেস্কে সফর করেছেন।

এ সফরে ইরানের মানবিক সহায়তার অংশ হিসেবে লেবাননে ১০ টন খাদ্য ও ওষুধের চালান দেওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (৪ অক্টোবর) লেবানন সফরে যান আরাগচি। তিনি বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে এর আশেপাশে ভয়াবহ হামলা চালায় ইসরাইল।