পাকিস্তানে লে. কর্নেলসহ ৬ সেনা সদস্য নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে স্বাধীনতাপন্থী খাওয়ারিজদের সঙ্গে গুলি বিনিময়ে সেনাবাহিনীর মোট ৬ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে একজন লে. কর্নেল রয়েছেন।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শনিবার (৫ অক্টোবর) আন্তঃসংযোগ বাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ ও দ্য নিউজ এ খবর জানায়।

খবরে বলা হয়, শুক্রবার দিনগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় খাওয়ারিজদের সঙ্গে গুলি বিনিময়ের সময় সেনাবাহিনীর এক লে.কর্নেলসহ সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়, খাওয়ারিজদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই সেনাসদস্যরা নিহত হন।

তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি বিবৃতিতে।