লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৪০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূর্ব লেবাননের বেকা উপত্যকা এবং বালবেক শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৪০ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, লেবাননের পূর্বাঞ্চলের বেকা ও বালবেক অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৪০ জন নিহট হয়েছেন। আহত হয়েছেন ৫৩ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৫০ জনে। আর আহতের সংখ্যা সাড়ে ১৩ হাজার ছাড়িয়েছে।

এদিকে হিজবুল্লাহও ড্রোন হামলা করেছে ইসরায়েলে। গোষ্ঠীটি জানায়, ড্রোনের একটি ঝাঁক প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে ইসরায়েলি সামরিক বাহিনীর বিলু ঘাঁটিতে আঘাত হেনেছে। এছাড়াও ইসরায়েলের উত্তর বন্দর শহর হাইফাতে একটি নৌ ঘাঁটিতে আবারও আক্রমণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অঞ্চলটির মানুষ অনাহারে মারা যাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান জয়েস মসুয়া।