‘ট্রাম্প যুদ্ধে না জড়ানোয় যথেষ্ট স্মার্ট’
প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের তুলনায় দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ভিন্ন হবেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান পিট সেশনস।
মধ্যপ্রাচ্যে সংঘাতের বিষয়ে পিট সেশনস বলেন, ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা শুনতে খুব আগ্রহী। তবে ট্রাম্প যুদ্ধে জড়িত না হওয়ার জন্য যথেষ্ট স্মার্ট।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের তুলনায় যুদ্ধ নিয়ে ট্রাম্পের চিন্তাভাবনা ‘পরিপক্ক’ হয়েছে।
কিছু জিনিস শেখায় ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ রাষ্ট্র পরিচালনায় ভিন্ন কিছু হবে বলে আশা পিট সেশনসের। তিনি বলেন, ইউক্রেনের বিষয়ে ট্রাম্পের কিছু চিন্তাভাবনা পরিপক্ক হয়েছে। তিনি বিশৃঙ্খলা নয়, স্থিতিশীলতা চান। এবারকার মেয়াদে তিনি (ট্রাম্প) মূল নীতির দিকনির্দেশনার ক্ষেত্রে যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ হবেন।
বিবিসির তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৯৪টি।অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ভোট।
জয়ের পর ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একটি অসাধারণ বিজয় পেয়েছেন। আরও বলেন, এটি হবে আমেরিকার স্বর্ণযুগ। এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে, বলেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প এ জয়কে ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান। তার বক্তব্যর সময় পাম বিচের জড়ো হওয়া জনতারা ‘আমেরিকা’, ‘আমেরিকা’, ‘আমেরিকা’ বলে চিৎকার করতে থাকে।