গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত, ২৪ ঘণ্টায় নিহত ৪৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিনিয়ত বাড়ছে গাজায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে আরও ৪৪ জন নিহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আরও ৮১ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫৫২ জনে। আর আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২ হাজার ৭৬৫ জনে।

বিজ্ঞাপন

এর আগে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এই ঘটনার নিন্দা জানিয়ে উল্লেখ করে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতদের তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। এতে গাজার মানুষের "ভয়াবহ বাস্তবতা" উন্মোচিত হয়েছে। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

জাতিসংঘ বলছে, প্রতিনিয়ত ইসরায়েলি হামলায় গাজায় নারী ও শিশু নিহত হচ্ছে। পুরুষও বাদ যাচ্ছে না। শুধু তাই নয় তারা ত্রাণ কার্যক্রম চালাতেও সেখানে বাধা দিচ্ছে। এছাড়াও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহেও বাধা সৃষ্টি করা হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে অঞ্চটির মানুষ চরম হুমকির মুখে পড়বে।