ইসরায়েলি হামলায় সাংবাদিক ও উদ্ধারকর্মীসহ লেবাননের ৩১ জন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

রোববার (১০ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণ ও পূর্ব লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩১ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৬ লেবানিজ উদ্ধারকর্মী ও দুই ফিলিস্তিনি সাংবাদিক রয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, পূর্ব লেবানন ও বালবেক অঞ্চলে ইসরায়েলি হামলায় ২০ জন নিহত হয়েছে। যার মধ্যে ১১ জন কনাইসেহ শহরে। হামলায় অঞ্চলটির ১৪ জন আহত হয়েছে। 

বিজ্ঞাপন

এছাড়াও দক্ষিণ লেবাননে টায়ারের কাছে হানাউয়ে শহরে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত এ হামলায় ৩ হাজার ১৩৬ জন নিহত ও ১৩ হাজার ৯৭৯ জন আহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ বাসিন্দা।