হামাস-ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা থেকে সরে দাঁড়িয়েছে কাতার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে আগ্রহ দেখিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার। কিন্তু দেশটির কর্মকর্তারা এই আলোচনা স্থগিত করেছে বলে জানিয়েছেন।

রোববার (১০ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, হামাস এবং ইসরায়েল আলোচনার জন্য যখন তাদের আগ্রহ দেখাবে তখন তারা আবার পুনরায় কাজ শুরু করবে।

এর আগে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা গাজা যুদ্ধের সমাপ্তির নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করার অভিযোগে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে অভিযুক্ত করেছিল। কাতারে হামাসের প্রতিনিধিদের উপস্থিতি আর গ্রহণযোগ্য হবে না বলেও জানায় কর্মকর্তারা। মার্কিনিদের এমন সংবাদের পরই মধ্যস্থতাকারীর আলোচনা স্থগিত করার ঘোষণা এলো।

বিজ্ঞাপন

কাতার জানিয়েছে, তারা মধ্যস্থতার আলোচনা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে এবং দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় “আর তার উদ্দেশ্য পূরণ করছে না” বলে যে কথা বলা হচ্ছে তা “ভুল”।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "হামাস-ইসরায়েলের যুদ্ধ বিরতির জন্য কাতার ১০ দিন আগে দুই পক্ষকেই অবহিত করেছে। তখন বলা হয়েছিল এর মধ্যে যদি একটি চুক্তিতে পৌঁছানো না যায় তবে তারা হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা বন্ধ করে দেবে।"

ওই বিবৃতিতে আরও বলা হয়, "কাতার সেই প্রচেষ্টাগুলো আবার শুরু করবে... যখন তারা যুদ্ধের অবসান ঘটাতে তাদের সদিচ্ছা ও গুরুত্ব দেখাবে।"

বিবিসি জানায়, ওবামা প্রশাসনের অনুরোধে ২০১২ সাল থেকে কাতারের রাজধানীতে হামাসের একটি ঘাঁটি রয়েছে। গত শনিবার বেশ কয়েকটি সংবাদ সংস্থা জানিয়েছে, কাতার "সরল বিশ্বাসে একটি চুক্তিতে অস্বীকৃতি জানানোর কারণে" হামাসকে দোহায় তার রাজনৈতিক কার্যালয় বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত হয়েছ। 

কিন্তু এই সংবাদকে ভুল উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এমন প্রতিবেদনগুলো ভুল।

হামাসের কর্মকর্তারাও এই দাবি অস্বীকার করেছেন।

এর আগে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র ও মিশর। কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। সেই তালিকায় এখন যুক্ত হলো কাতারের নাম।