ইউক্রেনের দুই অঞ্চলে রাশিয়ার বোমা হামলা, নিহত ৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে ও জাপোরিঝিয়াতে বিমান হামলা করেছে রাশিয়া। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একডজনেরও বেশি।

সোমবার (১১ নভেম্বর) আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

আঞ্চলিক গভর্নর জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে পাঁচজন ও জাপোরিঝিয়াতে এক হামলায় অপরজন নিহত হয়েছে। এ হামলায় এক ডজনেরও বেশি আহত হয়।

মাইকোলাইভের গভর্নর ভিটালি কিম সোমবার ভোরে টেলিগ্রামে পাঁচজন নিহত হওয়ার কথা জানান। এর আগে এক হামলায় কয়েকটি আবাসিক ভবনে আগুন লাগার পর তিনি ৪ জনের নিহতের কথা জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা বলেছে, জাপোরিঝিয়ার প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে রাশিয়া তিনটি বিমান হামলা চালালে এতে এক ব্যক্তি নিহত এবং ক’টি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

জাপোরিঝিয়া গভর্নর ইভান ফেডোরভ বলেন, পাঁচ শিশুসহ ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজন ছেলে যাদের একজনের বয়স ৪ ও বাকি দুজনের বয়স ১৬ ও ১৭ বছর এবং ১৫ ও ১৭ বছর বয়সী দুটি মেয়েকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার থেকে রোববারের মাঝামাঝি সময়ে রাতের বেলায় রাশিয়া ইউক্রেনে ১৪৫টি ড্রোন ছোড়ে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এসব হামলা ছিল যেকোনো একক রাতের হামলার চেয়ে বেশি।

এদিকে রাশিয়া বলেছে, তারা মস্কোকে লক্ষ্য করে নিক্ষেপ করা ৩৪টি ইউক্রেনীয় ড্রোন রোববার ভূপাতিত করেছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এটি ছিল রাজধানীতে সবচেয়ে বড় হামলার চেষ্টা।